আগামী জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের শপিং অ্যাপ। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুন থেকেই এই পরিষেবা তারা বন্ধ করে দিতে চলেছে।
তবে তা কেবল মোবাইলের অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ডেক্সটপ বা ওয়েব ভার্সনে এই সুবিধা এখনকার মতোই ভোগ করতে পারবেন সকলে। সেখানে কিছুই বন্ধ হচ্ছেনা।
অ্যাপের মাধ্যমে কেনাকাটা না করা গেলেও ডেক্সটপ থেকে কেনাকাটায় কোনও সমস্যা হবে না। অর্থাৎ শপিং ডট গুগল ডট কম আগের মতোই থাকছে। আর তা থেকে কেনাও যাবে পছন্দের যে কোনও কিছুই।