ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে বলে গতকাল জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ ঘোষণা আসার সাথে সাথেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে। এদিকে ৩ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক নোটিশ দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সকল ব্যাচের পর্যায়ক্রমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিও পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে আট অনুষদের ডিনদের নিয়ে পূর্ব নির্ধারিত এক আলোচনা সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েও দেয়া হয়।