প্রতিবেদন গবেষণা, ভার্চুয়াল ভিডিও প্রেজেন্টেশন এবং ইন্টারভিউ নিয়ে বিশ্বের ১১ দেশ থেকে ৪০০ নমুনার মধ্যে আন্তর্জাতিক ক্যাটেগরিতে আন্তর্জাতিক সম্মননা অর্জন করেছেন তথ্য প্রযুক্তি খাতে সাংবাদিক জান্নাতুল ইসলাম রাহাদ।
মালয়েশিয়া সরকার পরিচালিত ‘মালয়েশিয়া হেলথ কেয়ার ট্র্যাভেল কাউন্সিল’ (এমএইচটিসি) এর পক্ষ থেকে গত ১০ ডিসেম্বর তাকে পুরস্কৃত করা হয়। বর্তমানে ডেইলি সানের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রাহাদের প্রতিদ্বন্দী ছিলো ক্রয়শিয়া এবং কম্বডিয়ার প্রতিযোগী।
তার টেলিমেডিসিন মালোয়েশিয়া ও বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে কীভাবে এগিয়ে নিচ্ছে এর ওপর গবেষণাধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদনটি এই পুরস্কারের জন্য ভূমিকা রেখেছে। প্রতিবেদনটির জন্য আন্তর্জাতিক বিভাগের সেরা প্রিন্ট মিডিয়া রিপোর্ট হিসাবে মনোনীত হয়েছে তিনি। করোনার মহামারীর মধ্যে টেলিমেডিসিন ইস্যুতে এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে অবদান রেখেছে।
এমএইচটিসি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারী মতামত নিয়ে থাকে এবংপুরস্কার ঘোষণা করে।
পুরষ্কার কর্মসূচির অংশ হিসাবে এমএইচটিসি, সাংবাদিক, সম্পাদক, প্রযোজক, মিডিয়া, স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি দিয়ে থাকে।