চিপসেট নির্মাতা কোয়ালকম আগামী ডিসেম্বরে তাদের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৭৫ উস্মোচন করবে। যেটা আসলে বর্তমানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ এর আপগ্রেড ভার্সন হবে।
জনপ্রিয় একজন চীনা টিপ্সটার জানিয়েছেন, স্ন্যাপড্রাগন ৮৭৫ এর সাথে কোম্পানি এর ডাউনগ্রেড ভার্সনও লঞ্চ করবে, যার নাম হবে স্ন্যাপড্রাগন ৮৭০।
টিপ্সটার আরও জানিয়েছেন, এই প্রসেসর ডাউনগ্রেড ভার্সন হলেও এর ক্ষমতা স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস এর থেকে ভালো হবে। এমনকি এর ক্লক স্পিড হতে পারে ৩.২ গিগাহার্টজ। এমনকি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে প্রথম স্মার্টফোন আনবে অপো বলেও দাবি করেছেন টিপ্সটারটি। যদিও এই ফোনের নাম কি হতে পারে তা তিনি জানাননি। তবে এই ফোনটি ফাইভজি রেডি হবে।
এদিকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল অপ্পো আরও একটি ৫জি ফোনের ওপর কাজ করছে, যার নাম অপো কে৭এক্স।