নিয়ন্ত্রক সংস্থার আদেশ অমান্য করে ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়েছে গ্রাহক সংখ্যায় শীর্ষ অবস্থানে থাকা মোবাইল অপারেটর গ্রামীণফোন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনুমোদন না নিয়ে অপারেটরটি মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে গ্রাহকদের এসএমএস পাঠাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামীণফোনের এসএমএসে বলা হয়েছে, ‘প্রিয় গ্রাহক, ৩০ দিন মেয়াদের ১.৫ জিবি ইন্টারনেট প্যাকের দাম ১২ নভেম্বর ২০১৯ থেকে ২৪৭ টাকা। অটো-রিনিউয়াল বন্ধ করতে ডায়াল করুন *১২১*৩০৪৩#।’
সূত্রমতে, পূর্বে এই প্যাকটির দাম ছিল ২২৯ টাকা। মেয়াদ ছিল ২৮ দিন। আপাত দৃষ্টিতে ২ দিন মেয়াদ বাড়ানোর বিপরীতে মূল্য বৃদ্ধি করা হয়েছে মনে হলেও হিসাব করে দেখা গেছে নতুন প্যাকেজে মূল্য কিছুটা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, বিটিআরসি গ্রামীণফোন ও রবির এনওসি (অনাপত্তিপত্র) বন্ধ রেখেছে। ফলে গ্রামীণফোন নতুন কোনও প্যাকেজ বিটিআরসি থেকে অনুমোদন করাতে পারবে না। এমনকি পুরনো কোনও প্যাকেজও নতুন ডিজাইন করে বাজারে ছাড়তে পারবে না।
কিন্তু এরপরও কীভাবে অপারেটরটি এমন একটি প্যাকেজের ঘোষণা দিলো বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। বুধবার এ বিষয়ে অপারেটরটির কাছে জবাবদিহি চাওয়া হবে। সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিজিবাংলা/আএইচ