উচ্চগতির ইন্টারনেটের কল্যাণে ক্রমেই ঘুচে আসছে শহর-গ্রামের দূরত্ব। এই দূরত্ব কেবল কিলোমিটারে নয়; সক্ষমতায়ও। গ্রামের সঙ্গে সঙ্গে এই সক্ষমতা ঘুচে আসতে যাচ্ছে হাওর এলাকায়ও।
টাঙ্গুয়া হাওয়রের নিকটবর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নেয়ার তেমন একটি উদ্যোগ নতুন মাইলফলক রচনা করলো দেশের একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপবাজার। এখানে বসে তৈরি অ্যাপই রপ্তানি হবে বিশ্ববাজারে।
ফলে মঙ্গলবার সন্ধ্যায় সূর্য ডুবলেও দেশের হাওর অঞ্চলের তথ্যপ্রযুক্তি আকাশে উদিত হলো নতুন সূর্য। ভিডিও কনফারেন্সে নতুন এই সূর্যোদ্বয়ের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ বিষেয়ে উদ্যোগের কারিগর অ্যাপবাজারের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শফিউল আলম বিপ্লবকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, শফিউল আলম বিপ্লব নামের আমার এই স্নেহভাজন তার গ্রামে বসে ৪৮ জন মেধাকর্মীকে নিয়ে সফটওয়্যার ও সেবা রপ্তানীর কাজ শুরু করলো। শফিউল তোমাকে আমার নিজের, আমার বিভাগের, আমার প্রজন্মের, তথ্যপ্রযুক্তি খাতের ও সরকারের পক্ষ থেকে অভিবাদন।
উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে মন্ত্রী লিখেছেন, আজকের সন্ধ্যাটা আমার জন্য, আমাদের বিটিসিএল এর জন্য, হাওরবাসী ও আমাদের নতুন প্রজন্মের জন্য এক অসাধারণ সময় এলো। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আহমদপুর গ্রামে আজ আমরা বিটিসিএল এর ৫০ এমবিপিএস এর সংযোগ দিলাম। সংযোগটি নিয়েছে একটি শতভাগ রপ্তানীমুখী সফটওয়্যার প্রতিষ্ঠান।
স্মৃতি হাতড়ে তিনি আরো লেখেন, যদিও জায়গাটি সুনামগঞ্জের-বস্তুত এতে যাবার যোগাযোগটা নেত্রকোণা ও মোহনগঞ্জ দিয়ে। একাত্তরে এই ধর্মপাশা হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সেই ধর্মপাশা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের এক মাইল ফলক তৈরি করলো। আমরা এর অংশীদার হতে পেরে গর্বিত।