আগামী ২৫ নভেম্বর অবসান হচ্ছে দেশের ফ্রিল্যান্সারাদের দীর্ঘ প্রতিক্ষার। ওই দিন সন্ধ্যায় শুরু হচ্ছে ফ্রিল্যান্সারদের ‘ভার্চুয়াল আইডি কার্ড’ বিতরণ কার্যক্রম।
ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
সোমবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা। সভায় ওই দিনই শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারদের মধ্যে ভার্চুয়াল এই কার্ড বিতরণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে পোর্টাল থেকেই নিজেদের ভার্চুয়াল কার্ড গ্রহণ করতে পারবেন মুক্তপেশাজীবিরা।
চলতি বছরের আগস্টে একনেক সভায় ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ বিভাগের তথ্যমতে বর্তমানে বিশ্বে আউটসোসিং খাতে কর্মী সরবরাহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বে আউটসোর্সিংয়ের বাজার এক ট্রিলিয়ন ডলারের। যেখানে থেকে বছরে ১০ কোটি ডলার আয় করছেন দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার