বাধ্যতামূলক উইন্ডোজ ১০ আপডেট নতুন কিছু নয়, তবে সর্বশেষ উদাহরণটি সমালোচনার জন্ম দিয়েছে। জেডিনেট, ভার্জসহ একাধিক মিডিয়া ও ব্যবহারকারীরা জানিয়েছেন, উইন্ডোজ ১০ অফিস ওয়েব অ্যাপ ইনস্টলের জন্য জোরপূর্বক পিসি রিস্টার্টে বাধ্য করছে। এটি এজ ব্রাউজার ও স্টার্ট মেন্যু থেকে ওপেন হয়। এটি শুধুমাত্র ইনসাইডার ব্যবহারকারী নয়, স্টান্ডার্ড উইন্ডোজ ১০ রিলিজ ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঘটছে। খবর এনগ্যাজেট।
অ্যাপটি কোনো স্টোরেজ বা অন্য রিসোর্স ব্যবহার করে না। যদিও এখন পর্যন্ত অফিস ওয়েব অ্যাপ ইনস্টল বাধ্যতামূলক নয়। তবে উইন্ডোজ এক্ষেত্রে গ্রাহকের কোনো অনুমতি নিচ্ছে না। এর মাধ্যমে মাইক্রোসফট তাদের অনলাইন প্রোডাক্টিভিটি স্যুটকে তুলে ধরে ব্যবহারকারীদের জরুরী কাকে প্রতিবন্ধকতা তৈরি করছে।
এ বিষয়ে এখন মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অনেকেই বলছেন, আপনি আপনার অপারেটিং সিস্টেমের উপর যতোটা নিয়ন্ত্রণ আছে বলে মনে করেন আসলে ততোটা নিয়ন্ত্রণ নেই!
ডিবিটেক/বিএমটি