করোনা মহামারীতে হন্যে হয়ে চাকরি খুঁজছেন চাকরি প্রার্থীরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে লিঙ্কডিনে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে হ্যাকারের আনাগোনা।
সম্প্রতি গিজমোডোর একটি রিপোর্টে লিঙ্কডিনে ভুয়া চাকরির ফাঁদের বিষয়টি খোলসা করা হয়েছে।
প্রতিবেদনে ই-সেন্টায়ার নামে এক সাইবার সিকিওরিটি সলিউশন সেবাদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ইউজারের ডিভাইসে ঢুকে পড়ার জন্য সাইবার অপরাধীরা লিঙ্কডিনে একটি পরিশীলিত ও বাস্তবধর্মী ক্যাম্পেনের ব্যবহার করছে।
প্রতিষ্ঠানটির দাবি, একটি নির্দিষ্ট হ্যাকিং গ্রুপ চাকুরিপ্রার্থীদের বিভিন্ন ভুয়া চাকরির ফাঁদে ফেলে, তাদের ডিভাইসে রিমোট কোড এগজিকিউশনের মাধ্যমে ইনফেক্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই রিমোট কোড এগজিকিউশনের মাধ্যমে হ্যাকারেরা ভুক্তভোগীর ডিভাইসের রিমোট অ্যাকসেস নিতে পারে। ফলে ভিক্টিমের অনুমতি ছাড়াই হ্যাকারেরা তার ডিভাইসে কোনও ফাইল পাঠানো থেকে গ্রহণ করা, লঞ্চ করা এমনকি ডিলিট পর্যন্তও করে দিতে পারে।
রিপোর্ট থেকে জানা গেছে, এই হ্যাকারেরা আসলে অনেক বড় সাইবার অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। এই সাইবার অপরাধীদের গোষ্ঠী ‘গোল্ডেন চিকেনস’ নামে পরিচিত।
জানা গেছে, চাকরির অফার দিয়ে সরাসরি ব্যবহারকারীকে মেসেজ পাঠায় হ্যাকাররা। চাকরির এই অফারে থাকে একটি জিপ ফাইল। আর এই ফাইলে যুক্ত থাকে ম্যালওয়্যার, যা হ্যাকারকে ইউজারের ডিভাইসে ঢুকতে সাহায্য করে।