নির্ধিরাতি সময়ের একটু দেরিতে জুলাইয়ের শেষ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ পৌঁছেছে রাশিয়ার ল্যাবরেটরি মডিউল ‘নাউকা’। কিন্তু ডকিংয়ের পর ভুল করে চালু হয়ে যায় ‘নাউকা’র থ্রাস্টার ইঞ্জিন।
আইএসএস-এর ২০ বছরের ইতিহাসে দুর্ঘটনাবসত থ্রাস্টার ইঞ্জিন চালু হওয়ার এই ঘটনা ঘটেছে মাত্রই তিন থেকে চারবার।
আকস্মিক ওই ঘটনায় প্রায় এক ঘণ্টা নিয়ন্ত্রণের বাইরে ছিলো আইএসএস। এতে ১১ মিনিট নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্পেস স্টেশনের সাত নভোচারী। সংযোগ ফিরে পাওয়ার পর এক পর্যায়ে নভোচারীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্পেস স্টেশনের কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না সেটি দেখতে বলেছিলো নাসা।
তবে তাৎক্ষণিকভাবে ওই ঘটনাকে “স্পেস ইমার্জেন্সি” ঘোষণা করেছে নাসা কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে এক সঙ্গে মাঠে নেমেছে নাসা ও রসকসমস।
অবশ্য এই ঘটনায় নাসার নভোচারীরা কোনো ঝুঁকিতে পড়েননি বলে দাবি করেছেন আইএসএস প্রকল্পের প্রধান জোয়েল মন্টালবানো। তিনি বলেছেন, নভোচারিরা বেশ উত্তেজনাপূর্ণ ঘণ্টা পার করেছেন।
যদিও এই দুর্ঘটনায় পিছিয়ে গেছে ক্রুবিহীন ‘বোয়িং স্টারলাইনার’-এর মিশন। শুক্রবার আইএসএস-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিলো মহাকাশ ট্যাক্সি ‘বোয়িং স্টারলাইনার’-এর। তব ওই দিন সময় পিছিয়ে নতুন সময় নির্ধারণ হয়েছে ৩ আগস্ট।