আগামী ২০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে কল্পবিজ্ঞান রোমাঞ্চ ঘরানার চলচ্চিত্র ‘রেমিনিসিনস’। সিনেমা হলের পাশাপাশি স্ট্রিমিং সাইট এইচবিও ম্যাক্সেও মিলবে এটি। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সিনেমার প্রোমো।
সিনেমায় “মনের ব্যক্তিগত তদন্তকারীর” ভূমিকায় দেখা যাবে নিক ব্যানিস্টার নামের এক চরিত্রকে। এই চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান। উলভারিন তারকা হিসেবেই বেশি খ্যাত এই গায়ক ও প্রযোজক।
এবার তার সঙ্গেই রেমিনিসিনস ছবিটিতে ভার্চুয়ালি পর্দায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিচ্ছে হলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এজন্য ‘রেমিনিসিনস’ চলচ্চিত্রের প্রোমোতে ব্যবহার করা হয়েছে ডিপফেইক প্রযুক্তি। ওই প্রযুক্তির সাহায্যে আগ্রহীরা নিজেদের চেহারা স্ক্যান করে প্রোমোর ছোট একটি ভিডিও সিকোয়েন্সে নিজেকে জুড়ে নিতে পারবেন।
‘রেমনিসিনস চলচ্চিত্রটির এই প্রোমো তৈরি করেছে ডি-আইডি’ নামের এক মিডিয়া স্টার্টআপ প্রতিষ্ঠান। শুরুতে ফেইশল রিকগনিশনের ক্ষেত্রে ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে পারবে এমন প্রযুক্তি তৈরিতে মাঠে নেমেছিলো স্টার্টআপটি। পরে তারা বুঝতে পারে, তাদের প্রযুক্তিকে ডিপফেইকের কার্যকরী ব্যবহারেও কাজে লাগানো সম্ভব।
রেমিনিসিনসের এই প্রকল্পের জন্য তাই আলাদা করে ‘ব্যানিস্টার অ্যান্ড অ্যাসোসিয়েটস’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে ডি-আইডি। আগ্রহীদেরকে ওই ওয়েবসাইট থেকে হিউ জ্যাকম্যানের সঙ্গে পর্দায় উপস্থিত হওয়ার অভিজ্ঞতা নিতে হবে।
শুরুতে সাইটটি নাম জিজ্ঞাসা করবে ও ছবি দিতে বলবে। আগ্রহীরা চাইলে নিজের বা অন্য কারো চেহারার ছবি আপলোড করতে পারবেন। ছবিটি নিজের না কি অন্য কারো এবং কতদিন আগে তোলা হয়েছে, তা-ও জানতে চাওয়া হবে সাইটটিতে। এরপর সাইটটি ছবিতে অ্যানিমেশন প্রয়োগ করে তা পর্দায় বসিয়ে দেবে।
আবার চাইলে হিউ জ্যাকম্যানের সঙ্গে পর্দায় আসার ভিডিও সিকোয়েন্সটি ডাউনলোড করে নিতে পারবেন আগ্রহীরা। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন ছবি দিয়ে একাধিকবার সিকোয়েন্স তৈরির সুযোগও রাখা হয়েছে।
তবে ওই অ্যানিমেশনে আপলোড করা ছবির চেহারাতেও কিছুটা বিকৃতি দেখা যেতে পারে বলে মন্তব্য করেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। তারপরও নিজেকে হিউ জ্যাকম্যানের সঙ্গে আবিষ্কার করে বেশ মজা পাবেন ডিপফেইক প্রোমোতে আগ্রহীরা।