ডিজিটাল বিজ্ঞাপন নির্ভর ব্যবসা হলেও হার্ডওয়্যার খাতে উপস্থিতি বাড়াতে চাইছে ফেসবুক। ভিআর বাদেও নিজেদের হার্ডওয়্যার খাত সম্প্রসারণে এই স্মার্ট চশমায় ব্যাপক আগ্রহ দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ।
নিজেদেরপরবর্তী পণ্য রে-ব্যানের স্মার্ট চশমা হবে জানিয়ে তিনি বলেছেন, চশমাটির আইকনিক গঠন কাঠামো রয়েছে, এবং এগুলো আপনাকে কিছু পরিচ্ছন্ন কাজ করতে দেবে। তাই আমি মানুষের হাতে সেগুলো পৌঁছানোর বিষয়টি নিয়ে এবং ভবিষ্যতে পুরোপুরি অগমেন্টেড রিয়ালিটি চশমা আনার সফরে অগ্রগতি অব্যাহত রাখার ব্যাপারে খুবই আগ্রহী।
তবে চশমাটি দিয়ে কি লাইভ স্ট্রিম করার সুযোগ থাকা কিংবা ফোনের সব ধরনের সুবিধা থাকছে কি না সে বিষয়টি খোলাসা করেননি জাকারবার্গ।
অবশ্য চশমাটিকে ফেসবুকের ভবিষ্যতের চাবি বলে আখ্যা দিয়েছেন ফেসবুক প্রধান। ইঙ্গিত দিয়েছেন, চশমাটি ব্যবহারকারীকে ভিআর ও এআর ব্যবহার করে বিভিন্ন সামাজিক অভিজ্ঞতার মধ্যে নিজেকে ‘টেলিপোর্ট’ করতে দেবে।
সূত্র বলছে, স্মার্ট চশমা তৈরিতে ২০১৯ সাল থেকেই কাজ শুরু করেন জাকারবার্গ। সানগ্লাস নির্মাতা রে-ব্যান মালিক লাক্সোটিকার সঙ্গে ‘অরিয়ন’ নামের এআই চশমা নিয়ে কাজ শুরু করেন তিনি।
গত বছর ফেসবুক রিয়ালিটি ল্যাবসের ভিআর ভাইস প্রেসিডেন্ট হিউগো বারা অবশ্য নিশ্চিত করেছেন, ২০২১ সালেই আসছে তাদের স্মার্ট চশমা।