টেলিকম রিপোর্টার্স নেটওয়াক, বাংলাদেশ- টিআরএনবি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম- বিএসআরএফ এর সাবেক সাধারন সম্পাদক শামীম আহমেদ এর বাবা ইন্তেকাল করেছেন।
তার বাবার নাম বেলাল হোসেন। তিনি হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা (এজি অফিস কমার্শিয়াল অডিট) অবসরে যান ২০০৩ সালে তিনি।
রোববার ভোর চারটায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বাবা বেলাল হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদের মধ্যে শামীম আহমেদ বিডিনিউজ২৪.কম এর জ্যেষ্ঠ সাংবাদিক।
রোববার বাদ জোহর রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে মুন্সি মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে আজিপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।