‘অরেঞ্জ ক্লাব’ সদস্যদের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বিভিন্ন খাবার মূল্যের উপর বিশেষ ছাড় পেতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে বাংলালিংক ।
বাংলালিংক-এর লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ইন-চার্জ হোটেল অপারেশনস রেজওয়ান মারুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তি সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ডিরেক্টর ফাইনান্স অ্যান্ড বিজিনেস সাপোর্ট মোঃ কামাল হোসেইন মোরশেদ ও ডিরেক্টর মার্কেটিং ও বিজনেস প্রমোশনস মোঃ শহিদুস সাদেক।
এই চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাব-এর সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম এবং সিগনেচার টায়ার সদস্যরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর এলিমেন্টস, অ্যাকোয়া ডেক ও অ্যাম্বার রুম-এর খাবারে ১০% এবং ক্যাফে সোশ্যাল-এ ২০% ছাড় পাবেন। বিশেষ এই অফারটি উপভোগ করা যাবে/চলবে ১০ জুলাই, ২০২২ পর্যন্ত।