বাংলায় ক্ষুদে বার্তার খরচ অর্ধেকে নামিয়ে আনার পার এবার খোদ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সকল দাপ্তরিক কাজ বাংলায় সম্পাদেনের দাবি উঠেছে। দাবি বাস্তবায়নে ডিজিটাল মাধ্যমে শুদ্ধ বাংলাভাষা প্রচলনে নিয়ত যুদ্ধরত টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাংলা ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়তে যাচ্ছে এমন শঙ্কা প্রকাশ করে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দাপ্তরিক কাজ বাংলায় সম্পাদনে উচ্চ আদালতের রায় থাকার পরও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সকল কার্যক্রম এখনো ইংরেজিতে করা হয়। অথচ এই কমিশনের অভিভাবক মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একজন বাংলার ছাত্র। তিনি বাংলার প্রতি অত্যন্ত সচেতন একজন ব্যক্তি। তাই আমাদের দাবি, নিয়ন্ত্রক কমিশন এর সকল কার্যক্রম বাংলায় করা হোক। পাশাপাশি মোবাইল ফোন অপারেটরদের গ্রাহকদের দেয়া প্যাকেজ অফার গুলি বাংলায় দেয়া হোক। এতে করে সাধারণ গ্রাহকরা প্রতারণা থেকে অনেকটাই রক্ষা পাবেন বলে মনে করছি।