সময়ের চাহিদা অনুযায়ী ইলেক্ট্রো মেকানিকস্, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড, আইওটির মতো বিষয় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠক্রমে অর্ন্তভূক্তির ওপর গুরুত্বারোপ করেছেন দেশের মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী ও আমদানিকারকরা।
তাদের অনুরোধটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণলায়ের কাছে পেশ করে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
রোববার বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে কমিশনের স্পেকট্রাম বিভাগ আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় এই আশ্বাস দিয়েছেন তিনি । এছাড়াও ই-বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিটিআরসি প্রধান।
বৈঠকে দেশে উৎপাদিত মোবাইল ফোন খাতের জন্য দক্ষ জনসম্পদ গড়ে তোলার নিরিখে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইলেক্ট্রো মেকানিকস্ সাবজেক্ট অন্তর্ভূক্তির প্রস্তাব দেন মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী ও আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ সভাপতি রুহুল আলম আল মাহবুব।
প্রস্তাবে পূর্ণ সমর্থন দিয়ে এ বিষয়ে একটি পাঠ্যসূচি তৈরি করে অল্পদিনের মধ্যেই সেটি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানোর সিদ্ধান্ত জানান বিটিআরসি প্রধান।
বিটিআরসি ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিএমপিআইএ সাধারণ সম্পাদক জাকারিয়া শাহিদ, বিএমপিআইএ যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, কমিশনের লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামান এসময় সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন।