অনুমোদনহীন ও চোরাই হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। টাইম লাইন অনুযায়ী,২০২১ সালের এপ্রিল নাগাদ দেশে অবৈধ পথে আমদানিকৃত, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার কার্যক্রম শুরু হতে পারে।
টেন্ডার অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে বুধবার প্রযুক্তি সরবরাহ ও পরিচালনাকারী কোম্পানি সেনেসিস আইটির সঙ্গে চুক্তি করবে বিটিআরসি। আর চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১২০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে কার্যক্রম চালু করতে হবে বলে জানিয়েছেন সংস্থার উপ-পরিচালক জাকির হোসেন খান।
সেনেসিস আইটির সাথে ৩০ কোটি টাকা বাজেটে যৌথভাবে এই কাজ বাস্তবায়ন করবে রেডিসন টেকনোলজি ও কম্পিউটার ওয়ার্ল্ড।