লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সামনে মানববন্ধন করেছে গ্রামীণফোনের সাধারণ কর্মীরা।
জিপিইউ সাধারণ সম্পাদক মিয়া মাসুদ কে চাকুরীচ্যুত করা ও ১৮০ জন কর্মীর কাজ বন্ধ করে রাখার প্রতিবাদ, এবং মিয়া মাসুদ কে স্বপদে পুনর্বহাল ও ১৮০ জন কর্মীকে তাদের কাজ ফিরিয়ে দেয়ার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক।
আন্দোলনকারীরা জানিয়েছেন, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ) এর প্রতিষ্ঠাতা ও ৮ বছর ধরে দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক মিয়া মাসুদ ১৮০ জন কর্মীর চাকরির নিশ্চয়তা চাওয়ায় গত ২৭ অক্টোবর বিকেল ৫টার সময় এক ইমেইলের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করে গ্রামীণফোন কর্তৃপক্ষ।