বাজেট পাসের আগে মোবাইলের কথা বলা ও ইন্টারনেটে বাড়তি শুল্ক আরোপ করলে অপারেটরদের এনওসি বাতিল এবং ট্যারিফ অনুমোদন না করার বিষয়ে অপারেটরদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বিষয়টি নিয়ে অপারেটরদেরকে ই-মেইল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাজেট পেশ হওয়ার পরই এটি বাস্তবায়ন শুরুর বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে জানিয়ে এ বিষয়ে নজিরবিহীন কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম শনিবার অপারেটরগুলোকে এ ই-মেইল পাঠান বলে জানা গেছে।
ই-মেইলে বিটিআরসি আরও বলেছে, বাজেটে মোবাইল সেবার ওপর যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
এ বিষয়ে জানাতে চাইলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জনস্বার্থে অপারেটরগুলোর কাছে জানতে চেয়ে এই চিঠি দেয়া হয়েছে। তাদের কাছ থেকে চিঠির জবাব পেলে পরে নীতিগত সিদ্ধান্ত জানানো হবে।
অপরদিকে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস এম ফরহাদ বলেন, “অপারেটররা সরকারের বিধি অনুযায়ীই কাজ করেছে। এ ক্ষেত্রে জাতীয় সংসদে বাজেট ঘোষণার দিনই এস আর ও জারি করা হয় যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে । অর্থবিলের ৮৮ পাতায় কোন কোন দফা অবিলম্বে কার্যকর হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর আওতায় ৮০ নম্বর দফাও আছে। এই দফার অন্তর্ভুক্ত মোবাইল সেবা। এটা নতুন নয়।”
প্রসঙ্গত, বাজেটে মোবাইল সেবা, তথা কথা বলা, ইন্টারনেট ব্যবহার ও খুদে বার্তা পাঠানোর ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।