এখন থেকে মায়ের ভাষা বাংলাতেই প্রোগ্রামিংয়ের হাতে খড়ি নিতে পারবেন শিশুরা। সেইলক্ষ্যেই স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করা হয়েছে। কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রচেষ্টায় স্ক্র্যাচের ওয়েবসাইটে যুক্ত হয়েছে বাংলা ভাষা। আগামী বছরেই প্রাথমিকের পাঠ্যপুস্তকে নতুন করে যুক্ত হওয়া পাঠ্য বইয়েও থাকছে এই স্ক্র্যাচ প্রোগ্রামিং।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) অনলাইনে বাংলাতে স্ক্র্যাচ প্রোগ্রামিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর এই কার্যক্রমের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ প্রোগ্রামিং জাতি হিসেবে পরিচিতি লাভ করবে বলে অভিপ্রায় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ছোটদের জন্য প্রোগ্রামিং শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে স্ক্র্যাচ।
তিনি এ ব্যাপারে প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, সরকার ও ট্রেডবডিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। গুরুত্ব আরোপ করেন বাংলা ভাষায় প্রকৌশল-বিজ্ঞানসহ প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় শিক্ষাদান ও কম্পিউটারের টুলসগুলোকে মাতৃভাষায় রূপান্তরের ওপর।
একইসঙ্গে প্রাসঙ্গিকভাবে ডিজিটাল প্রযুক্তি বাংলায় ব্যবহার করার জন্য যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকেই এই ডিজিটাল যুগটাকেও বাংলা ভাষার যুগে রূপান্তর করার আহ্বান জানান মন্ত্রী।
বিডিওএসন সাধারণ সম্পাদক মুনীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ।
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সদস্য প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের অধ্যাপক লাফিফা জামাল এবং অ্যাসোসিও-এর প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি।
অনুষ্ঠানে বক্তাদের সকলেই দেরীতে হলেও বাংলায় কোড লিখে স্ক্রাচিং প্রোগ্রাম করার এই সুবিধা শিশুদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করবে বলে ঐক্যমত প্রকাশ করেন বক্তারা। এছাড়াও যে শিশুরা ইতোমধ্যেই বাংলাং স্ক্র্যাচ করা শিখেছেন তারা এখন এই প্লাটফর্মেই কার্টুন বানারোর প্রত্যয় ব্যক্ত করেন।
এদের মধ্যে আব্দুল্লাহ এইচ কাফি তার বক্তব্যে বলেন,এখন শেখার বিষয়গুলো বাংলাতে হচ্ছে যা আমাদের এই মানব সম্পদ উন্নয়নের উদ্যোগকে অনেকটা এগিয়ে নিতে সহায়তা করবে। ভাল লাগছে যে,বাংলা ভাষা এখন প্রোগ্রামিং এর মতো জটিল ভাষা শিখতেও ব্যাবহৃত হবে। এখন আমাদের দেশে প্রোগ্রামিং শুধু বড়রা নয় ছোটরাও শিখবে, নিজের ভাষায় এবং আনন্দের সঙ্গে স্ক্র্যাচ ওয়েবসাইটের মাধ্যমে।
স্ক্র্যাচ প্রোগ্রামিংকে বাংলা ভাষায় রুপান্তরের কাজে যুক্ত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সবাইকে অভিনন্দন জানিয়ে ড.মুহম্মদ জাফর ইকবাল বলেন,বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার একটা প্লাটফর্ম করতে পেরেছি এটাই সব থেকে বড় ব্যাপার। কোন ভালো কিছু করার ক্ষেত্রে লজ্জা-ঘৃণা-ভয় এই তিন থাকতে নয়। এগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।
বর্তমানে সরকার প্রযুক্তিতে বিনিয়োগে অনেক আগ্রহী উল্লেখ করে তিনি আশা করেন ভবিষ্যতেও এই ধরনের কাজে প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া যাবে।
স্বাগত বক্তব্যে মমলুক ছাবির আহমেদ বলেন,আমাদের ক্ষুদে প্রোগ্রামাররা প্রোগ্রামিং শিখতে গিয়ে ভাষার যে প্রতিবন্ধকতা্র মুখোমুখি হত তা আজকের এই বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং এর মাধ্যমে দূর হল।
অনুষ্ঠানে জাননো হয়, এই কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তিতে দেশব্যাপী বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং এর নানা কার্যক্রম আয়োজন করা হবে।