স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সৎ ও শুদ্ধাচারী জীবনের এক ব্যতিক্রমী শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
বুধবার আগারগাঁওস্থ, শেরেবাংলা নগর সরকারি বালিকা বিদ্যালয়ে নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীরা কোভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে পরস্পর নিরাপদ দূরত্বে অবস্থান করে।
এরপর বাম হাতে শপথ নামা এবং ডান হাত বুকে ধরে শিক্ষার্থীরা সমস্বরে অঙ্গীকার করে, ‘আমরা সত্যবাদী হবো, কখনো মিথ্যার আশ্রয় নিবো না, পরিবেশ দূষণ ঘটাবো না, খাবারের অপচয় করবো না, সহপাঠীদের সাথে ঝগড়া করবো না, পিতামাতা ও শিক্ষককে শ্রদ্ধা করবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, বাইরের খাবার খাবো না, স্বাস্থ্যবিধি মেনে চলবো, মিতব্যয়ী হবো, অসহায় ও গরীব মানুষের প্রতি সদয় হবো, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না।’
শপথ অনুষ্ঠান পরিচালনা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, বিচারক ও কান্ডারী। তাদেরকে সৎ জীবনের পথ নির্দেশনা দেখাতে হবে। পিতামাতা ও শিক্ষকদের মধ্যে তারা যেন আদর্শ খুজে পায়। তাদেরকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা ও শুদ্ধাচার না থাকলে মেধা, শিক্ষা বা কৃতিত্ব কোন কল্যাণ বয়ে আনবে না।”
অনুষ্ঠান শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১০ হাজার মিলিলিটার হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।