সংস্কার ও আধুনিকায়ন করে প্রদর্শনী উপযোগী করা হলো দীর্ঘ ২৭ বছরের পরিত্যক্ত ২টি ‘বিভার’ বিমান। এ কাজ বাস্তবায়ন করেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার তানজিয়া রশীদ ও পাইলট সালেহীন তাজ। কার্যক্রম তদারক করেন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিএমটিএফ।
মঙ্গলবার বিজ্ঞান জাদুঘরের বিমান জোনের ‘গ্রীন সেড’-এ পুনর্গঠিত ‘বিভার’ বিমান দুটি উন্মুক্ত করা হয়। এসময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে যান্ত্রিক আবহে পুনগঠিত ‘বিভার’ বিমানে আরোহন করেন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
কাজ সমাপ্তি উপলক্ষে বিমান চত্বরে আয়োজিত সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান জাদুঘরের বিমান জোনকে আরও আধুনিকায়ন করে একে বিমান প্রকৌশল জ্ঞান চর্চার আদর্শ কেন্দ্রে পরিণত করা হবে। বিজ্ঞান জাদুঘরে শিক্ষার্থীরা এসে যেন নিস্কলুষ বিনোদন এবং নিরেট জ্ঞানার্জনের উৎস হিসেবে আস্থা রাখতে পারে, সে লক্ষ্যে এর উন্নয়ন অব্যাহত রাখা হবে। তবে এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সৎ ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।”