শিশুদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিস্কোপ তৈরির কর্মশালা। বয়সভেদে ৪-৫ বছর, ৬-৮ বছর, ৯-১২ বছরের মোট ৩ টি গ্রুপ অনুষ্ঠিত হবে এই কর্মশালা। কর্মশালায় অংশ নিতে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে অনলাইনে এই ঠিকানায়।
যৌথভাবে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প।
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় বাচ্চারা নিজেরাই নিজেদের টেলিস্কোপটি বাসায় বসে বানাবে এবং বানানোর প্রতিটি ধাপ নিয়ে ডিজিটাল প্রসপেক্টাস, ভিডিও এবং লাইভ সেশনের মাধ্যমে বানানোর প্রক্রিয়াগুলো সম্বন্ধে ধারনা দিবেন অভিজ্ঞ মেন্টররা।।
এ বিষয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, কর্মশালায় অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিজেরাই টেলিস্কোপটি বানিয়ে একটি ভিডিও (সর্বোচ্চ ৩ মিনিট) প্রেজেন্টেশন দেবে অংশগ্রহণকারীরা। পাশাপাশি কিভাবে টেলিস্কোপটি তৈরী করেছে তা ভিডিওতে বলবে এবং পরবর্তিতে করোনা পরিস্থিতি ভালো হওয়া সাপেক্ষে একটি তারিখ নির্ধারন করে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে একটি রাতের আকাশ পর্যবেক্ষন এর ব্যবস্থা করা হবে যেখানে বাচ্চারা তাদের বানানো টেলিস্কোপ নিয়ে আসবে।
সূত্রমতে, অংশগ্রহনকারী সকলে একটি সার্টিফিকেট ও মেডেল পাবে। ৩টি গ্রুপ থেকে ৬ জনকে বিচারকার্যের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ী ঘোষনা করা হবে। তাঁরা পাবে সার্টিফিকেট এবং সম্মাননা স্মারক।