“রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু, স্বাধীনতা, ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কোন বিরোধ বাংলাদেশের কোন নাগরিকদের থাকা উচিত নয়। তরুণ প্রজন্মরা এখন ডিজিটাল বাংলাদেশের নাগরিক তারা গ্লোবাল ভিলেজের একেক জন মেধাবী সৈনিক হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে।”
সোমবার রাতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে আমার কাছে স্বাধীনতার মানে কি’ বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, আমরা জানি যে ব্যক্তি, স্থান কিংবা পরিস্থিতি ভিন্নতায় একেক জনের কাছে “স্বাধীনতা” শব্দটির মানে একেক রকম হতে পারে। প্রতিটি প্রজন্মের কাছে স্বাধীনতার সংজ্ঞা ভিন্ন ভিন্ন থাকে এবং এটি খুব গুরুত্বপূর্ণ যে পুরো দেশ জানুক যে কোন প্রজন্মের কাছে স্বাধীনতার মানে কোনটা।
প্রসঙ্গত, বর্তমান প্রজন্মের ১০৫৪ তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে বাংলা ইংরেজি বিভাগে মোট ১৪ জন বিজয়ী হিসেবে গত ২৫ জানুয়ারি সামাজিক মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ১৫ ফেব্রুয়ারি তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
ভারতীয় হাই-কমিশনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে ‘ইয়ুথ অপরচুনিটিস।