ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের কাছ থেকে পাওনা অর্থ ফেরত চেয়ে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির গ্রাহকেরা।
১৩ অক্টোবর, জাতীয় প্রেস ক্লাবের সামনে কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানবন্ধনে কিউকম গ্রাহকরা ৪ দফা দাবিও তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. ফস্টারকে বাংলাদেশ ব্যাংক তাদের নজরে রেখে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য অনুমতি দেওয়া। ২.ফস্টারে স্কো সিস্টেম এ কিউকম গ্রাহকদের আটকানো টাকা ৭ দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া! ৩. ফস্টারের সিস্টেম অটোমেশন করা। ৪.আইনি কাঠামোর মাধ্যমে কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া।
মানববন্ধনে বক্তা অভিযোগ করে জানান, সরকারের সামনে এতদিন গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে কিউকম কারবার করেছে। কিন্তু সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। সেটার খেসারত তাদের কেন দিতে হবে।
জানা গেছে, আগামী ১৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ই-ক্যাবের বৈঠক আছে। সেখানে বিষয়টির সুরাহা চান কিউকমের গ্রাহকরা।