সেবার বাজার পরিধি বাড়াতে এযাবতকালে সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে নিবন্ধনভিত্তিক সুইডিশ মিউজিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাই। বাংলাদেশসহ বিশ্বজুড়ে আরও ৮০টির বেশি দেশে বাড়িয়েছে সেবার পরিধি। নতুন করে ৩৬টি ভাষা যোগ করা হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে। প্রতিবেশী দেশ পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপও যুক্ত হয়েছে নতুন সেবার পরিধিতে।
স্পটিফাই-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল এক লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে এই ঘোষণা দেন। এই অনুষ্ঠানের মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল নতুন দেশে প্রবেশের ঘোষণা, নতুন বিপণন সরঞ্জাম উন্মোচন এবং ভক্তদের সাথে সংযোগ স্থাপনের নতুন উপায়ের সংক্ষিপ্ত আলোচনা। এসময় জানানো হয়, এখন বৈশ্বিক শ্রোতার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি স্থানীয় গানও শুনতে পারবেন স্পটিফাই গ্রাহকরা।
বাস্তবে বাধাহীন এক অডিও ইকোসিস্টেম বানাতে প্রতিষ্ঠানের চলমান অঙ্গীকারের অংশ হিসেবে নির্মাতা, শ্রোতা এবং কনটেন্ট এক প্ল্যাটফর্মে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্পটিফাই।
ওয়েবসাইটে স্পটিফাই দাবি করেছে, আন্তর্জাতিক শিল্পী এবং শ্রোতার প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি অটল। স্থানীয় নির্মাতা এবং অংশীদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে প্রতিটি বাজারের গ্রাহকের স্পটিফাই অভিজ্ঞতার অন্যন্য চাহিদা মেটানো যাবে।
এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান, ইউরোপ এবং লাতিন আমেরিকায় আরও দেশে সেবা চালু করে এই দেশের লাখো গ্রাহককে অডিও তৈরিতে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্পটিফাই।