পুঁজিবাজারে এখন বিরাজ করছে চাঙ্গাবস্থা। এর বদৌলতে দেশে সাম্প্রতিক সময়ে হাজার কোটি ডলার পুঁজির ঘরে যুক্ত হয়েছে আরও চার কোম্পানি। এরফলে বিলিয়ন ডলার কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে। আর শীর্ষ সহ এর তিনটি প্রতিষ্ঠানই প্রযুক্তি ভিত্তিক।
সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে ইলেকট্রনিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তথ্য মতে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৫২ কোটি টাকা।
এই তালিকার শীর্ষে থাকা টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের রোববার পর্যন্ত বাজার মূলধন দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৮৭ কোটি টাকায়।
আর দ্বিতীয় অবস্থানে রয়েছে নতুন যুক্ত হওয়া টেলিযোগাযোগ খাতের আরেকটি বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭১৮ কোটি টাকা।
খাত বিবেচনায় এই ক্লাবে এগিয় থাকা ওষুধ কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়াও রয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি।