নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় লাগসই প্রযুক্তি উদ্ভাবনে অনলাইনে শুরু হচ্ছে জাতীয় হ্যাকাথন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) আয়োজিত ‘অ্যাাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথন’-প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে একক ও দলগত ভাবে।
এ জন্য আবেদন করতে হবে https://callfornation.com/ লিংক থেকে। উদ্ভাবনীর প্রোটোটাইপসহ আগামী ২০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে প্রস্তাাবিত প্রকল্প।
এর আগে গত ৩০ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কল ফর নেশন নামের এই অনলাইন প্লাটফর্মটির উদ্বোধন করেন।
এই প্লাটফর্মেই এবার অনুষ্ঠিত হবে‘অ্যাাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথন’। এতে ৬টি বিষয়ে অংশ নেয়া। এই বিষয়গুলো হচ্ছে-স্যোসিও ইকোনোমিক্যালি ডিজঅ্যাডভানটেজ পিপল, বিজনেস অপারেশন অ্যান্ড প্রডাকশন, হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, অ্যাকসেস টু ইনফরমেশন, মেন্টাল হেলথ ও অন্যান্য। এর মধ্যে অন্যান্য ক্যাটাগরিটিতে বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট যে কোন সমস্যা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।
অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত ১০টি উদ্ভাবনকে আর্থিক সহযোগিতার জন্য সিড ফান্ড, কাঁচামালের যোগান বা উদ্যোগকেগুলোকে জাতীয় পর্যায়ে পরিচিত করার সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।