আমাদের দেশে বর্তমানে ৫০ শতাংশ ব্যাংকিং লেনদেন হয় অনলাইনে। তবে আগামী বছরের মধ্যে এই সংখ্যা ৯০ শতাংশে উন্নীত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ডিজিটাল ওয়েজস সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের দিয়ে কোন কিছুই অসম্ভব নয়। গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কাজ করছে সরকার। এখন সরকারি অনেক সেবাই অনলাইনে পাওয়া যাচ্ছে। এখন আমাদের চেষ্টা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন ব্যবস্থা করা। এই জন্যই আমরা সকল গ্রাহকদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছি।
তিনি আরো বলেন, ডিজিটাল পেমেন্ট করতে গেলে দুইটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার এবং সচেতনতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ূন। অন্যান্যের মধ্যে বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আহামেদ জামাল উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এডি