গত সেপ্টেম্বরের শেষ দিকে একটি হ্যাকিং ক্যাম্পেইন চিহ্নিত করেছিলো গুগল। তখন গুগলের থ্রেট অ্যানালিসিস গ্রুপের পরিচালক শেন হান্টলি জানিয়েছিলেন, বিভিন্ন শিল্পের প্রায় ১৪ হাজার ব্যবহারকারীর উপর হ্যাকারদের নজর পড়েছে। এপিটি২৮ নামের রাশিয়ার একদল হ্যাকার ওই সাইবার আক্রমণের সঙ্গে জড়িত এবং ভুয়া ইমেইল পাঠিয়ে ‘ফিশিংয়ের চেষ্টা করেছে তারা।
তবে ওই ইমেইলগুলো সফলতার সঙ্গে ব্লক করে দেয়ার কথাও জানিয়েছিলেন হান্টলি।
এমন নাজুক পরিস্থিতিতে এবার রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীদের মতো হ্যাকিংয়ের উচ্চঝুঁকিতে আছেন এমন ১০ হাজার ব্যবহারকারীকে বিনামূল্যে ইউএসবি সিকিউরিটি কি দিতে যাচ্ছে গুগল। পাসওয়ার্ডের পরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ‘টু -ফ্যাক্টর অথেনটিকেশন’ বা দুই স্তরের নিরাপত্তা সুবিধা দেবে ওই ইউএসবি কি গুলো।
“অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রাম”-এর অধীনে এই উদ্যোগ বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ১০ হাজার ব্যবহারকারীকে বিনামূল্যে ‘টাইটান’ সিকিউরিটি কি পাঠানো হবে। বাজারে ওই পণ্যটির দাম ৪১ ডলার থেকে শুরু।
এর বাইরে “স্বয়ংক্রিয়ভাবে ১৫ কোটি গ্রাহককে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থার আওতায়” নিয়ে আসার পাশাপাশি ইউটিউবের ২০ লাখ কন্টেন্ট নির্মাতাকে নিজ উদ্যোগে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু করে নিতে বলেছে গুগল ।