কথা ছিল টেক্সাসের ভ্যান হর্সের স্পেসপোর্ট থেকে মঙ্গলবার যাত্রা শুরু করবে ব্লু অরিজিনের মহাকাশযান। তবে ওইদিন উৎক্ষেপন সাইটে প্রচণ্ড বাতাস থাকবে বিধায় এখন তা পিছিয়ে নিয়ে আসা হয়েছে বুধবারে।
পরিবর্তিত সময় অনুযায়ী, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সাড়ে সাতটা নাগাদ মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন শ্যাটনার।
এ বিষয়ে ব্লু অরিজিন ওয়েবসাইটে বলা হয়েছে, নিউ শেপার্ড এন-এস১৮ মিশনের সব আবশ্যিকতা পূরণ করেছে, এবং নভোচারীরাও তাদের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। শুধু বাগড়া দিয়েছে আবহওয়া। তবে আবহাওয়ার উন্নতির পরই স্টার ট্রেকের ক্যাপ্টেন জেমস টি. কার্ক নামে পরিচিতি শ্যাটনারকে মহাকাশে নিয়ে যাবে তারা। আর এরপর তিনিই হবেন মহাকাশে ভ্রমণকারী প্রবীণতম ব্যক্তি।