২০১৯ সালে ইন্টেলের ফাইভজি স্মার্টফোন মডেম ব্যবসায় কিনলেও এখনও সেটির ফলাফল পাওয়া শুরু করেনি অ্যাপল। তবে ২০২৩ সালে এই পরিস্থিতি পাল্টে যেতে পারে। বিশ্লেষক মিং-ছি কুয়ো এর বরাত দিয়ে ম্যাকরিউমরস জানিয়েছে, ২০২৩ সালে নিজস্ব কাস্টম ডিজাইনের ফাইভজি চিপ ব্যবহৃত প্রথম আইফোন উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
আর যদি খবরটি সত্যি হয়, তাহলে আরও কয়েকটি জেনারেশনের আইফোনের মডেম সরবরাহের জন্য কোয়ালকমের উপর নির্ভরশীল থাকতে হবে অ্যাপলকে।
খবরে বলা হয়, আমরা ধারণা করছি ২০২৩ সালের প্রথমদিকে অ্যাপলের নিজস্ব ডিজাইনের বেজব্যান্ড চিপ নিয়ে আইফোন আসতে পারে। যেহেতু হাই-এন্ড ফাইভজি ফোন মার্কেটে অ্যান্ড্রয়েডের বিক্রি কমে যাচ্ছে, তাই অ্যাপলের অর্ডার হারিয়ে লো-এন্ড মার্কেটের জন্য অধিক অর্ডার খোঁজার চেষ্টা করবে কোয়ালকম। অর্থাৎ অন্যান্য কোম্পানির সাথে ব্যবসায় প্রবৃদ্ধি ঘটাতে হবে কোয়ালকমকে।
বর্তমানে অ্যাপল তাদের আইফোন ১২ এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৫৫ মডেম ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে ২০২১ ও ২০২২ সালে এক্স৬০ ও এক্স৬৫ মডেম ব্যবহার করা হবে। যখনই নিজেদের মডেম তৈরি শুরু হবে তখন ফাইভজি মডেম সরবরাহের ঘাটতি কমবে এবং দামও কমে আসবে। ফলে কমদামি ফোনের জন্য প্রযুক্তিটি সহজ করতে পারবে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি