সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এখনও যুক্তরাষ্ট্রে সবচেয়ে আধিপত্য বিস্তার করছে ইউটিউব এবং ফেসবুক, তবে ফেসবুকের প্রবৃদ্ধি হচ্ছে না। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব এবং ফেসবুক সবচেয়ে ব্যবহৃত প্লাটফর্ম। কিন্তু উভয়ের মধ্যে শুধুমাত্র ইউটিউবের প্রবৃদ্ধি হচ্ছে। ২০১৯ সালে ৭৩ শতাংশ গ্রাহক প্রবৃদ্ধি থেকে ২০২১ সালে গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ৮১ শতাংশ। তবে ফেসবুকের প্রবৃদ্ধি ২০১৯ সাল থেকে ৬৯ শতাংশতেই পড়ে রয়েছে।
পিউ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত পাঁচ বছর ধরে ফেসবুকের প্রবৃদ্ধি স্থিতিবস্থায় রয়েছে, তবে এটি যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের কাছে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে বিদ্যমান রয়েছে।
অপর প্লাটফর্ম রেডিটের ক্ষেত্রেও উল্লেখজনক প্রবৃদ্ধি দেখা গেছে। ২০১৯ সালে ১১ শতাংশ প্রবৃদ্ধি থেকে ২০২১ সালে সেটি ১৮ শতাংশে উন্নীত হয়েছে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রবৃদ্ধি চোখে পড়ার মতো নয়।
প্রতিবেদনটিতে থেকে জানা গেছে, দেশটিতে সবচেয়ে প্রভাববিস্তারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইউটিউব ৯৫ শতাংশ, ইনস্টাগ্রাম ৭১ শতাংশ, ফেসবুক ৭০ শতাংশ এবং স্ন্যাপচ্যাট ৬৫ শতাংশ ভূমিকা পালন করছে।
ডিবিটেক/বিএমটি