কোভিড-১৯ মহামারির জেরে প্রায় এক বছর আগে নিজেদের বিভিন্ন স্টোর বন্ধ করা শুরু করে অ্যাপল। অবশেষে সোমবার যুক্তরাষ্ট্রে অ্যাপলের ২৭০টি স্টোরের সবগুলোই পুনরায় চালু করা হয়েছে। খবর সিনেট।
ছোট মাইলফলক হলেও সবগুলো স্টোর চালু করার মাধ্যমে এটা প্রতীয়মান হচ্ছে যে দেশটি ধীরে ধীরে করোনা পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরে যাচ্ছে।
২০২০ সালের ১৩ মার্চ সর্বপ্রথম স্টোর বন্ধ করা শুরু করে অ্যাপল। পরবর্তীতে কিছু স্থানে স্টোর চালু করা হলেও দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও সেগুলো বন্ধ করে দেয়া হয়।
স্টোরে প্রবেশের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কর্মী এবং দর্শনার্থী অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এছাড়া সীমিত সংখ্যায় দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। পাশাপাশি সবার তাপমাত্রা পরিমাপ করে তারপর স্টোরে প্রবেশ করানো হচ্ছে।
ডিবিটেক/বিএমটি