সময় খুব দ্রুতই চলে যায়। আর এই সময়ের বিবর্তনে এক দশক অতিক্রম পেরোলো ইন্টেলের হার্ডওয়্যার ইন্টারফেস থান্ডারবোল্ট। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সাথে যৌথভাবে ডিজাইন করা এই ইন্টারফেস ইতিমধ্যে চতুর্থ প্রজন্ম নিয়ে এসেছে। উন্নত হয়েছে কার্যকারীতা ও গতি।
দশ বছর আগে থান্ডারবোল্ট নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছিলো প্রযুক্তিবিশ্বে। শোনা যাচ্ছিলো, ইন্টেলের লাইট পিক কনসেপ্টের উপর ভিত্তি করে ম্যাকবুক প্রোতে নতুন পোর্ট সংযোজন হচ্ছে। আর সেই পোর্ট তথা থান্ডারবোল্ট সংযোজিত ম্যাকবুক প্রো উন্মোচন হয়েছিলো ২০১১ সালের ফেব্রুয়ারিতে।
অ্যাপল ডিভাইসটিতে থান্ডারবোল্টের প্রথম সংস্করণ মিনি ডিসপ্লে পোর্ট হিসেবে এসেছিলো, যাতে দুইটি চ্যানেল ছিলো। প্রতিটা চ্যানেল ১০ জিবিপিএস গতির ছিলো এবং সর্বোচ্চ ছয়টি ডিভাইস সমর্থন করতো।
প্রাথমিকভাবে অ্যাপল থান্ডারবোল্টের ট্রেডমার্ক নিবন্ধন করলেও কয়েক মাস পরেই সেটি ইন্টেলের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে থান্ডারবোল্ট ৪ সংস্করণ চলছে। সেই সময়ের মিনি ডিসপ্লে পোর্টটি এখন ইউএসবি-সি হিসেবে রূপান্তর হয়েছে যা শুধুমাত্র থান্ডারবোল্ট প্রোটোকল নয়, একইসাথে ইউএসবি, ডিসপ্লে পোর্ট এবং পিসিআইই সমর্থন করে। আর গতিতে ৪০ জিবিপিএসে উন্নীত হয়েছে ইন্টারফেসটি।
ডিবিটেক/বিএমটি