চার দিন বন্ধ রাখার পর অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের নিউজ কন্টেন্ট আবারও দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফলপ্রসু আলোচনার কথা তুলে ধরে মঙ্গলবার ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন জানিয়েছেন, কোন নিউজ প্রকাশের মূল্য পরিশোধ করা হবে তা বেছে নেওয়ার সুযোগ পাবে তারা। সেই পরিপ্রেক্ষিতেই তারা নিউজ পেজ খুলে দিতে যাচ্ছে।
সংবাদ প্রকাশকদের সঙ্গে আয় ভাগাভাগির এক আইন নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার থেকে ফেসবুকের নিউজ পেজ থেকে বঞ্চিত রয়েছেন দেশটির ফেসবুক ব্যবহারকারীরা।
এখন ওই আইনে সংশোধনী আনা হবে জানিয়ে মঙ্গলবার অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ জানিয়েছেন, এর আগেই ফেসবুক ব্যবহারকারীদের নিউজ দেখার সুযোগ করে দেবে। আগামী কয়েক দিনের মধ্যেই নিউজ পেজ এর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফেসবুক সিইও মার্ক জাকার বার্গ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ প্রতিষ্ঠান ও টেক জায়ান্টদের মধ্যে ন্যায্য দর কষাকষি নিশ্চিত করার লক্ষ্যেই আইনটি প্রণয়ন করে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা। তারা চাইছেন সংবাদমাধ্যমের খবর প্রকাশ করলে ফেসবুক ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায়ের একটি যৌক্তিক সমাধান তুল ধরতে। অস্ট্রেলিয়ার আইনটি বিশ্বজুড়ে একটি টেস্ট কেস বলে বিবেচনা করা হচ্ছে। তবে এর জোরালো বিরোধিতা করছে ফেসবুক ও গুগল। আইন না মেনে বরং দেশটিতে নিউজ শেয়ারিং সেবা বন্ধ করে দেয় ফেসবুক।।