মিয়ানমারে চলমান সামরিক অভ্যুত্থানবিরোধী আন্দোলনের জেরে দেশটির সামরিক বাহিনীর প্রধান পেজকে মুছে দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রবিবার ফেসবুকের পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান পেজ ‘তাতমাদাও ট্রু ইনফরমেশন টিম’ নামের পেজটি সরিয়ে ফেলার ঘোষণা দেয়া হয়। মিয়ানমার সামরিক বাহিনী তাতমাদাও নামে পরিচিত। ফেসবুকের নীতিমালায় সহিংসতা ঘটাতে পারে এমন পোস্ট নিষিদ্ধ থাকায় পেজটি সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে গত শনিবার মিয়ানমারে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছে। পরদিনই ফেসবুকের পক্ষ থেকে পেজটি মুছে ফেলার ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে রয়টার্স মিয়ানমারের সামরিক বাহিনীর এক মুখপাত্রের সাথে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি।
ডিবিটেক/বিএমটি