ভারত সরকার স্থায়ীভাবে দেশে টিকটককে নিষিদ্ধ করেছে। একদিন পর বাইটড্যান্স এ বিষয়ে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছে। অভ্যন্তরীণ একটি মেমোতে বাইটড্যান্স জানিয়েছে ভারতে তাদের যে দুই সহস্রাধিক কর্মী রয়েছে সেখান থেকে কর্মী ছাঁটাই করা হবে।
তবে সব ঠিকঠাক হলে এবং টিকটকের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেও বাইটড্যান্স পুনরায় ভারতে ফিরবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
বাইটড্যান্স প্রত্যাশা করছে, পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই পাল্টে যাবে। তবে সে পর্যন্ত কোনো কার্যক্রম না থাকায় কর্মীদের রাখতে পারবে না কোম্পানিটি।
পরবর্তীতে এক বিবৃতিতে বাইটড্যান্স জানিয়েছে, ভারত সরকার সিদ্ধান্তটি সম্পর্কে কোনো পরিস্কার নির্দেশনা দেয়নি এবং কীভাবে ও কবে থেকে অ্যাপটি পুনরায় ইনস্টল করা যাবে সেটি বিষয়ে কোনো ধারণা নেই। তবে বাইটড্যান্ড কী পরিমান লোক ছাঁটাই করবে সেটিও পরিস্কার করে বলা হয়নি।
ভারত টিকটকের জন্য একটি বড় বাজার। দেশটিতে বাইটড্যান্স এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে সেটি এখন ভেস্তে যাচ্ছে ভারত সরকারের স্থায়ী নিষেধাজ্ঞার ফলে।
ডিবিটেক/বিএমটি