নিয়োগদাতা বা ব্যবস্থাপককে কর্মীদের মানসিক স্বাস্থ্যের খবর জানাচ্ছে রিস্টব্যান্ড। আর ‘মুডবিম’ নামের এই তারহীন প্রযুক্তির কব্জিবন্ধকটি তৈরি হয়েছে যুক্তরাজ্যে।
রিস্টব্যান্ডটিতে আছে হলুদ ও নীল রঙের দুটি বোতাম। হলুদ বোতাম চাপলে খুশি ও নীল বোতাম চাপলে দুঃখ প্রকাশ করে। এটি মোবাইল ফোন অ্যাপ ও ওয়েবের সঙ্গে সংযুক্ত করা যায়। এর মাধ্যমে রিস্টব্যান্ডটির সহায়তায় অনলাইন ড্যাশবোর্ডেই একসঙ্গে সবার মানসিক অবস্থা জানার ব্যবস্থা করেছে মুডবিম।
ফলে বাসা থেকে কাজ করা কর্মীরা কেমন আছে, তাদের মন মেজাজ ভালো কিনা তা আগে জিজ্ঞেস করেই জেনে নিতে পারতেন বসেরা। মহামারীর কারণে এখনো অনেক অফিস খোলেনি। তবে এজন্য কর্মীদেরকে স্বেচ্ছায় রিস্টব্যান্ডটি পড়তে হবে।
কব্জিবন্ধকটি বিষয়ে মুডবিমের কো-ফাউন্ডার ক্রিস্টিনা কোলমার জানিয়েছেন, তার মেয়ে স্কুলের চাপের কারণে মানসিকভাবে বিপর্যন্ত ছিলো। তাকে মানসিক অবস্থার ব্যাপারে কথা বলার সুযোগ দিতেই রিস্টব্যান্ডটি তৈরির ভাবনা আসে তার মাথায়। ২০১৬ সালে বাণিজ্যিকভাবে তিনি রিস্টব্যান্ডটি বাজারে আনেন। এরপরে তিনি বুঝতে পারেন, অফিসের কর্মীরাও তাদের মানসিক অবস্থা বসকে জানাতে আগ্রহী। ফোন না দিয়ে একই সঙ্গে ৫০০ জনের খবর জানতে পারবেন নিয়োগদাতারা।
যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠান মাইন্ড ব্রেভ মুডবিম অ্যাপটি ব্যবহার করছে। সেখানকার ট্রাস্টি প্যাডি বার্ট জানিয়েছেন, যেসব কর্মীরা বাসায় বসে কাজ করেন তাদের বিষয়ে জানতে হলে এই অ্যাপ খুবই জরুরী। এটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতেও সহায়তা করবে।