প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলমান কোভিড-১৯ মহামারির কারণে আরও অন্তত ২০টি স্টোর সাময়িকভাবে বন্ধ করতে যাচ্ছে। জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং টেক্সাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘জর্জিয়ায় পাঁচটি অ্যাপল স্টোর, নর্থ ক্যারোলিনার পাঁচটি এবং টেক্সাসে ১২টি স্টোর জনসাধারণের জন্য বন্ধ হচ্ছে। শনিবার থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে’।
তবে যদি কারো ডিভাইস মেরামতের জন্য ঐসব স্টোরে দেয়া হয়ে থাকে কিংবা অনলাইন অর্ডার করা পণ্য গ্রহণের অ্যাপয়নমেন্ট থাকে তাহলে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত স্টোরগুলোতে প্রবেশ করা যাবে।
গতমাসে অ্যাপল ক্যালিফোর্নিয়ার অর্ধশতাধিক স্টোর বন্ধ করে দেয়। এছাড়া জো বাইডেনের দায়িত্ব গ্রহণের সপ্তাহে ওয়াশিংটন ডিসির স্টোর বন্ধ রাখবে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি