চলতি বছরটি হতে যাচ্ছে ওয়্যারলেস বা তারবিহীন শক্তির বছর! প্রযুক্তিটি ইতিমধ্যে থাকলেও অধিকাংশ পণ্যের ক্ষেত্রে পাওয়ার বা শক্তির জন্য তারের প্রয়োজন হয়। কিন্তু ওয়্যারলেস প্রযুক্তি কোম্পানি রিজনেন্স চলমান সিইএসে প্রথম কোনো সত্যিকারের ‘ওয়্যারলেস টেলিভিশন’ এনেছে।
নতুন এই টেলিভিশন ব্যবহার করতে আপনাকে কোনো পাওয়ার কর্ড টেলিভিশনের সাথে লাগানোর প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ওয়াইফাই যুক্ত করলেই চলবে।
ভার্চুয়াল এই বাণিজ্য প্রদর্শনীতে রিজনেন্স ৪০ ইঞ্চির একটি টেলিভিশন প্রদর্শন করতে যেটি ‘অ্যাডভান্সড ম্যাগনেটিক রিজনেন্স’ নামক ওয়্যারলেস পাওয়ারে চলছে। টেলিভিশনটি দেয়ালে ঝুলানো থাকলেও এর চার্জারটি সাইড টেবিলে রাখলেই চলবে। নতুন এই প্রযুক্তি ১২০ ওয়াট পর্যন্ত টেলিভিশনকে তারবিহীন চলতে সাহায্য করবে।
ডিবিটেক/বিএমটি