রবার্ট বব সোয়ান ইন্টেলের সপ্তম পূর্ণকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা। আগামী মাসের ১৫ তারিখে দায়িত্বে থেকে অব্যহতি নিচ্ছেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন ভিমিএমওয়্যারের বর্তমান প্রধান নির্বাহী পাট গেলসিঙ্গার।
সোয়ান ২০১৮ সালের জুনে সাত মাস সিএফও পদে দায়িত্ব পালনের পর সিইও পদে স্থলাভিষিক্ত হন। ফলে মাত্র আড়াই বছরেই দায়িত্ব ছাড়ছেন তিনি। দায়িত্ব গ্রহণের সময় ইন্টেল নানা সমালোচনায় জর্জরিত ছিলো, বিশেষ করে চিপ ফেব্রিকেশনের ঘটনাটি বেশ সমালোচিত ছিলো। তিনি সেই পরিস্থিতিকে সামলে কোম্পানিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছেন।
অন্যদিকে, সিইও হতে চলা গেলসিঙ্গার চিপ ডিজাইন ও নেতৃত্বের ক্ষেত্রে ভূয়সী প্রশংসিত হয়েছে। তিনি কোম্পানির উৎপাদন সমস্যা উত্তরণ এবং প্রতিদ্বন্দ্বি কোম্পানির সাথে টেক্কা দিতে দায়িত্ব পালন করবেন।
একইসাথে তিনি সিপিইউ কোম্পানি থেকে মাল্টি-আর্কিটেকচার এক্সপিইউ কোম্পানিতে প্রতিষ্ঠিত করতে তার অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন ইন্টেলের নির্বাহী চেয়ারম্যান ওমর ইসরাক।
ডিবিটেক/বিএমটি