অবশেষে ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত হলো মজিলা ভিপিএন। আপাতভাবে ছয়টি দেশের গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন।
২০১৯ সালে ফায়ারফক্স একটি প্রাইভেট নেটওয়ার্ক এক্সটেনশন উন্মুক্ত করে। এরপর সেটিকে উন্নত করে এবং বেটা সংস্করণে আনার পর জুলাইয়ে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের জন্য মজিলা ভিপিএন চালু করা হয়। পরবর্তীতে এটি আইওএস সংস্করণের জন্যও উন্মুক্ত হয়।
বর্তমানে ভিপিএনটি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় ভিপিএনটি চালু রয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মজিলা।
মাসে ৫ ডলার সাবস্ক্রিপশন ফি’র মাধ্যমে সর্বোচ্চ ৫টি ডিভাইসে ভিপিএনটি ব্যবহার করা যাবে। ফলে একজন ব্যবহারকারী তার ফোন, ট্যাবলেট, কম্পিউটার এমনকি লিনাক্স চালিত পিসিতে ভিপিএনটি ব্যবহার করতে পারবে।
ডিবিটেক/বিএমটি