আগামী বছরের প্রথম থেকেই টুইটার পুনরায় তাদের ব্যবহারকারীদের ‘ব্লু চেক ব্যাজ’ অর্থাৎ ভেরিফিকেশন ব্যাজ প্রদান শুরু করবে। তবে তার আগে ব্যবহারকারীদের কাছ থেকে এ বিষয়ে মতামত চাইছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
২০১৭ সালে কিছু বর্ণবাদী ও বিদ্বেষকারীর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করায় সমালোচনায় পড়ে টুইটার। এরপর থেকে সাধারণ ভেরিফিকেশন প্রক্রিয়াটি বন্ধ রাখা হয়েছে।
চলতি বছরে কোভিড-১৯ নিয়ে ভুয়া তথ্য প্রতিরোধে কমপক্ষে এক হাজার স্বাস্থ্য বিশেষজ্ঞের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেছে টুইটার। তারপরেও ভেরিফিকেশন প্রোগ্রামটি কার্যত বন্ধ রয়েছে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে পুনরায় চালু হবে এই প্রক্রিয়া। এই লক্ষে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে।
ভেরিফিকেশন ফিডব্যাক হ্যাশট্যাগ দিয়ে ব্যবহারকারীরা নতুন নীতিমালা প্রণয়ণে তাদের মূল্যবান মতামত দিতে পারবেন বলে জানিয়েছে টুইটার।
ডিবিটেক/বিএমটি