২০১৭ সালে ইউটিউব তাদের ওয়েবস ইন্টারফেস পরিবর্তন করেছিলো। তবে এখনও অনেকেই সেই ডিজাইন ব্যবহার করেননি। তবে এবার ঐসব ব্যবহারকারীকে পুরাতন ইন্টারফেস থেকে বাধ্যতামূলকভাবে নতুন ডিজাইনে আনছে ইউটিউব। আগামী মার্চেই আসবে এই নতুন ইন্টারফেস। খবর এনগ্যাজেট।
বর্তমান ইন্টারফেসে যেসব ফিচার ও ডিজাইন রয়েছে তার অনেকটাই পাল্টে যাবে ইউটিউবের নতুন চেহারায়।
যেসব ব্যবহারকারী পুরাতন ইন্টারফেস ব্যবহার করছেন তারা নতুন ডিজাইনে সুইচ করার জন্য একটি নোটিশ পাবেন। এসময় নতুন ইন্টারফেস ব্যবহারকারীর ব্রাউজারটি সমর্থন করবে কিনা বা অনেক পুরাতন কিনা সেটি নিশ্চিত করবে।
ইউটিউব জানিয়েছে, ব্রাউজার আপডেট না করলে অনেক ব্যবহারকারীই ইউটিউব ব্যবহারে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন।
ডিবিটেক/বিএমটি