২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলা তাদের পলিসি হালনাগাদে জোর দিয়েছে। এসব প্লাটফর্মে যাতে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেই লক্ষেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
গতমাসে গুগল তাদের ইউটিউবসহ বিভিন্ন প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে তিন শতাধিক বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে প্রযুক্তি জায়ান্টটি।
কোম্পানির নীতিমালার পরিপন্থী হিসেবে ঘোষনা দিয়ে এগুলো বন্ধ করা হয়েছে। এছাড়া ট্রাম্পের অনেক বিজ্ঞাপনকে প্রকাশ করা থেকে বিরত থেকে গুগল। এখন থেকে রাজনৈতিক মতাদর্শ ও পাবলিক ভোটারদের লক্ষ্য করে রাজনৈতিক বিজ্ঞাপন সীমিত করছে গুগল।
ডিবিটেক/বিএমটি