গ্রামীণ নারীদের ই-কমার্সে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালু হলো নতুন ই-কমার্স মার্কেটপ্লেস লাল-সবুজ। জাতীয় মহিলা সংস্থার তত্বাবধানে ওয়েব ও মোবাইল বান্ধব এই প্লাটফর্ম বাস্তবায়ন করছে তথ্যআপা প্রকল্প এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)
বৃহস্পতিবার এই প্লাটফর্মের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
একই মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, বিএফটিআই প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ জাফর উদ্দিন, পরিচালক মোঃ ওবায়দুল আজম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্যআপা প্রকল্পের পরিচালক মীনা পারভীন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠানে জাননো হয়, দেশজুড়ে ৪৯০টি উপজেলার নারীদের ইকমার্স উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করবে। এক বছরে এক লক্ষের অধিক নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে লালসবুজ ডটকম। এজন্য নারীদের ই-কমার্স বিষয়ে ধারণা দিতে তথ্য আপা প্রকল্প এবং বিএফটিআই এর একাধিক প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রেখেছে। মার্কেটপ্লেসের পেমেন্ট ও ডেলিভারির ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করেছে তথ্য আপা প্রকল্প এবং বিএফটিআই। ক্রেতার নিকট সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিত করতে লালসবুজ ডটকমের লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই, রেডেক্স এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে ডাকবিভাগের ই-কমার্স ডেলিভারি সেবা ই-পোস্ট। মার্কেটপ্লেসটির টেকনিক্যাল ডেভেলপমেন্টে পূর্ণ সহায়তা প্রদান করছে ফিউচার স্কাই লিমিটেড এবং কমজগৎ টেকনোলজিস।