বিজিডি ই-গভ সার্ট এর উদ্দগ্যে চলছে দুই দিনের “জাতীয় সাইবার ড্রিল ২০২০”। প্রথম দিন থেকেই বড়দের চেয়ে এগিয়ে রয়েছে ছোটরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক, পেশাদার সাইবার নিরাপত্তা কর্মীদের চেয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দল বিডি এলিটস, এক্সপ্লয়েট ডট ইএক্সজি এবং দ্য ইনফিনিটি বাইটস।
শনিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ জাতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের উদ্বোধনী বক্তব্যের পর অনলাইনে শুরু হয় এই সাইবার ড্রিল।
এতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কোম্পানি থেকে ও স্বতন্ত্র ভাবে ২৩৩টি দল অংশগ্রহণ করেছে। দলগুলোতে সব মিলিয়ে রয়েছেন ১২০০ সাইবার যোদ্ধা।
মোট সাড়ে ৫ হাজার সমস্যার কিনারা করে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেই জয়ী হওয়া যাবে এই ড্রিলে।
ড্রিলটিতে ১০০০ জনের অধিক অংশগ্রহণকারী সিমুলেসনের মাধ্যমে বর্তমান বিশ্বে সাইবার ইন্সিডেন্টের মাধ্যমে ঘটিত পরিস্থিতির কিভাবে মোকাবিলা করতে হয় তা হাতে কলম অনুশীলন করতে পারবে।
রবিবার ৪টা পর্যন্ত চলবে সাইবার হুমকী মোকাবেলার এই জাতীয় টুর্নামেন্ট।