দেশের সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিশ্চিতে ১ হাজার ৮০৫ কোটি টাকা ব্যয়ে হাতে নেয়া‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস’ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদন দিয়েছে সরকার। সরকারের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকের অন্যান্য সদস্য সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে এই ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পের মাধ্যমে দেশের ১৪ বছরের বেশি বয়সী সকল বাংলাদেশিদের ছবিসহ ভোটার আইডি ও স্মার্ট কার্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
তিনি আরো জানান, প্রকল্পটি আগামী মাস থেকে শুরু হয়ে ২০২৫ সালের নভেম্বরে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। আর ২০১১ সালে বাস্তবায়ন শুরু হওয়া বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রথম পর্যায়ের প্রকল্পটি শেষ হবে আগামী ডিসেম্বরে।