মঙ্গলবার ডাটা প্রাইভেসি ও প্রোটেকশন গাইডলাইনের সুপারিশ জমা দেবে বেসিস। সোমবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত দুইদিনের ‘ডাটা সায়েন্স সামিট-২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির।
সমাপনী অনুষ্ঠানে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো: সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ অ্যালায়ার এবং সফটওয়্যার ও প্রৌকশল বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন।
এর আগে শেষ দিনের প্রথম সেশন ব্যবসায় ভার্চুয়াল লার্নিং ও কৌশল বিষয়ক নীতি নির্ধারণ বিষয়ে অনুষ্ঠত সেমিনারে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো: সবুর খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগি অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সেমিনারে অনলাইন শিক্ষা নীতিমালা প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান মো: সবুর খান।
দ্বিতীয় অধিবেশনে “ডাটা সাইন্স ইন ইন্ডাস্ট্রি” নিয়ে টক সেশনে আলোচনা করেন হিসাব লিমিটেড এর পরিচালক ফয়দান হোসেন ও ইন্দোনেশিয়ার আইটি কোম্পানি গোজেক এর ফ্রড এনালিস্ট তামান্না ইসলাম উর্মি।
এই পর্বটি সঞ্চালনা করেন ডিআইইউ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টি মোঃ সানজিদুল ইসলাম।